Suvendu On Election 2026: রাষ্ট্রপতি শাসন জারি করে বিধানসভা ভোট করানোর দাবি শুভেন্দুর
ABP Ananda Live: দু'হাজার ছাব্বিশে রাজ্য়ে রাষ্ট্রপতি শাসন জারি করে বিধানসভা ভোট করানোর দাবি তুললেন শুভেন্দু অধিকারী। গত লোকসভা নির্বাচনে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুললেন তিনি। এর কিছুক্ষণ পর সাংবাদিক বৈঠকে সংবিধান হত্য়ার অভিযোগ তুলে, কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে, ২৫ জুন সংবিধান হত্য়া দিবস পালন করতে বলে, রাজ্য় সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী বলেন,'ভারতে কি গণতন্ত্র আছে? তাহলে প্রতিদিনই তো একটা করে গণতন্ত্র হত্য়া দিবস পালন হতে পারে। প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্য়া করছে।'
টানা বৃষ্টিতেও ভোটদানের উৎসাহে নেই কমতি, ছাতা মাথায় নিয়েই নদিয়ার কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন বুথে চলছে ভোটদান পর্ব
বিরূপ আবহাওয়া। বুধবার রাত থেকেই চলছে বৃষ্টি। কিন্তু তাতেও মানুষের ভোটদানে উৎসাহের খামতি দেখা যায়নি নদিয়ায়। বৃষ্টি মাথায় করেই ছাতা নিয়ে সকাল সকাল ভোট দিতে বিভিন্ন বুথে হাজির হয়েছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন, এরপর কাজে বেরোতে হবে। তাই সকালে তাড়াতাড়ি ভোট দিয়ে যাচ্ছেন।

















