Suvendu Adhikari: 'গন্দা ধর্ম' বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা না চাইলে, হিন্দু অঞ্চলে নিষিদ্ধ TMC', হুঁশিয়ারি শুভেন্দুর
ABP Ananda LIVE: 'গন্দা ধর্ম' মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা না চাইলে, হিন্দু অঞ্চলে নিষিদ্ধ হবে তৃণমূল। এমনই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। রেড রোডে ইদের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্য়মন্ত্রীর ভাষণের একটি অংশ এক্স হ্যান্ডলে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। যেখানে মুখ্য়মন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, 'একটা গন্দা ধর্ম যেটা এই জুমলা পার্টি বানিয়েছে সেই ধর্ম আমি মানি না।' 'কোন ধর্ম গন্দা মমতা বন্দ্যোপাধ্যায়? সনাতন হিন্দু ধর্ম?' সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা
আরও খবর...
ইদের দিন ববি হাকিমের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। যা দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে--- ছাব্বিশের বিধানসভা ভোটের আগে, তৃণমূলের অন্দরে কি তাহলে নতুন সমীকরণ? অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং ফিরহাদ হাকিমের সম্পর্কের শৈত্য় নিয়েও নানা মহলে গুঞ্জন শোনা যায়। বিভিন্ন ইস্য়ুতে দু'জনের পরস্পরবিরোধী মন্তব্য় সেই গুঞ্জন আরও জোরাল করেছে। ২০২১ সালে বিধানসভা ভোটের পর এক ব্য়ক্তি এক পদের পক্ষে সওয়াল করতে শুরু করে তৃণমূলের একাংশ। এনিয়ে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো ভাই, খুড়তুতো বোন। এক ব্য়ক্তি এক পদের দাবিতে সোশাল মিডিয়া পোস্ট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কিচেন ক্য়াবিনেটের সদস্য় ফিরহাদ হাকিম। অন্য়দিকে, তারপরও এক ব্য়ক্তি এক পদের দাবির পাশে দাঁড়ান খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া নিয়ে যখন তৃণমূল দ্বিধাবিভক্ত, তখনও দুই সুর শোনা গেছিল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং ফিরহাদ হাকিমের মুখে। ২০২৪ সালে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ক্যামাক স্ট্রিটের দফতর থেকে ফিরহাদ হাকিমের OSD-র বিরুদ্ধে একেবারে থানায় অভিযোগ দায়ের করে বলা হয়, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি করছিলেন। এই আবহে ববি হাকিমে বাড়িতে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে যাওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।



















