Suvendu Adhikari:ভাটপাড়ায় অর্জুন সিংহের সঙ্গে তিরঙ্গা যাত্রায় যোগদান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
ABP Ananda LIVE : অপারেশন সিঁদুরের সাফল্যের পর অকল্যান্ড জুট মিল মাঠ থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত তিরঙ্গা যাত্রা বিজেপির। ভাটপাড়ায় অর্জুন সিংহের সঙ্গে যোগদান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর I তৃণমূল থেকে বিজেপিতে আসার পর একাধিক মামলার শিকার হয়েছিলেন অর্জুন সিংহIসেই প্রসঙ্গে অর্জুনকে সমর্থন করে কী জানালেন বিরোধী দলনেতা ?রাষ্ট্রবাদী মানুষরা রাস্তায় নামবে এটা স্বাভাবিক', বললেন শুভেন্দুI
বাংলাদেশের নাগরিকের নাম ভারতের ভোটার তালিকায়! বাগদায় চাঞ্চল্যকর অভিযোগ, সরব বিজেপি।
বাংলাদেশের ভোটারের ভারতের ভোটার তালিকায় নাম! বাগদার ২ ভোটারের নাম রয়েছে বাংলাদেশের ভোটার তালিকাতেও, বিস্ফোরক অভিযোগ বিজেপির। বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের নলদুগারি নিচুপাড়ায় ভোটার তালিকায় নাম সোহরাব তরফদার ও তাঁর স্ত্রী রূপা তরফদারের। 'বাংলাদেশের যশোরে বেনাপোলেও ভোটার তালিকায় নাম রয়েছে দুজনের, এখন থাকেন বাংলাদেশে', বিস্ফোরক অভিযোগ বাগদার বিজেপি নেতা অমৃত লাল বিশ্বাসের। বিডিওর কাছে অভিযোগ দায়ের। শ্বশুর-শাশুড়ি ২ জনেই বাংলাদেশের বাসিন্দা, স্বীকার খোদ সোহরাবের বৌমার। জানালেন, বাংলাদেশ থেকে এসে অবৈধ ভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন। এখন সোহরাব তরফদার ও তাঁর স্ত্রী রূপা তরফদার বাংলাদেশে থাকেন, স্বীকার করলেন তাঁদের বৌমা। বিডিওর কাছে ভোটার তালিকা থেকে নাম সরানোর আবেদন বিজেপির। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুয়ো ভোটার খোঁজার কাজ শুরু করা হয়েছে। অভিযোগ থাকলে বিডিও খতিয়ে দেখবেন, প্রতিক্রিয়া বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির।



















