Swargaram: হাইকোর্টের নির্দেশে জেলমুক্তি, সায়নের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। ABP Ananda Live
ABP Ananda Live: 'আমি হাইকোর্টের রায়ে খুশি আছি। আমরা যখন গণআন্দোলন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের যেহেতু কেউ নেই , তাই যারা আমাদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন তাঁরা যেন আমাদের এসে পাশে দাঁড়ান। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমি চিরকৃতজ্ঞ থাকব তাঁর কাছে', বললেন সায়ন লাহিড়ি। বেলা ১.৪১ মিনিটে ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্ত হলেন সায়ন লাহিড়ি। পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়িকে গতকাল মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। দুপুর দুটোর মধ্যে মুক্তির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গতকাল এই মামলার শুনানিকে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট। 'সায়ন লাহিড়ি কতটা প্রভাবশালী? তার কি অপরাধের কোনও পূর্ব ইতিহাস আছে?' 'সন্দীপ ঘোষ তো আর জি করের নেতা ছিলেন। তাঁকে কি হেফাজতে নিয়েছিলেন?' 'উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ আনছেন। রাজনীতিকদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছেন?' 'যারা আসলে দোষী বা দোষ করার মতো জায়গায় আছেন, তাদের কতজনকে গ্রেফতার করা হয়েছে?' রাজ্য সরকারকে এই সব প্রশ্ন করেছিল কলকাতা হাইকোর্ট।