Tab Scam News: ট্যাব কেলেঙ্কারিতে এবার বিহার যোগের হদিশ। ABP Ananda Live
ABP Ananda Live: কোচবিহারেও ট্যাব কেলেঙ্কারি। এক স্কুলের টাকা অন্য স্কুলের অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ। ট্যাবের টাকা পাননি পুণ্ডিবাড়ির রামগোপাল লাখোটিয়া হাইস্কুলের ৫০ পঞ্চাশ জনের বেশি পড়ুয়া। একই অভিযোগ আরও কয়েকটি স্কুলের। তদন্ত শুরু করেছে কোচবিহার পুলিশ। ট্যাব কেলেঙ্কারিতে এবার বিহার যোগের হদিশ। উত্তর থেকে দক্ষিণ ট্যাব কেলেঙ্কারি নিয়ে নাজেহাল একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। ইতিমধ্যে ট্যাব কেলেঙ্কারির কারণে পুলিশের জালে ৫ প্রতারক।
হাড়োয়ায় বুথের ১০০ মিটাররে মধ্যে শাসক দলের দেওয়াল লিখন। সেই দেওয়াল লিখন মুছে দিল নির্বাচন কমিশন। বুথের কাছাকাছি দেওয়াল লিখন, প্রশাসনের নির্দেশে মোছা হল দেওয়াল লিখন। আরও খবর, আজ ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন হবে। এরমধ্য়ে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।