Tamluk News: সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে উত্তেজনা, বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তি
ABP Ananda LIVE : ফের শুভেন্দু অধিকারীর জেলায় সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে উত্তেজনা। তমলুক টাউন ক্রেডিট সমবায় সোসাইটির ভোটে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। তৃণমূল কর্মীরা ভোটকেন্দ্রে ঢুকেছে, এই অভিযোগ তুলে আপত্তি জানায় বিজেপি। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি বেধে যায়। পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়। তমলুক টাউন ক্রেডিট সমবায় সোসাইটির মোট আসন ৫৮। বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় ১৩টি আসনে আগেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি ৪৫টি আসনে ভোট হচ্ছে। বিজেপি সমর্থিত প্রার্থীরা ২৪টি আসনে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।
১৬টি ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটির প্রতারণা? কলকাতায় গ্রেফতার কনকাস্ট স্টিলের কর্ণধার, গ্রেফতা UCO ব্যাঙ্কের প্রাক্তন CMD
জাল নথি দিয়ে ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি আর্থিক প্রতারণার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। এবার সেই মামলায় দিল্লি থেকে ইডির হাতে গ্রেফতার হলেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। শুক্রবারই দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকার গ্রেফতারির পর, এবার ED-র জালে ধরা পড়লেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। শুক্রবার দিল্লি থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। শনিবার ধৃত সুবোধকুমার গোয়েলকে ২১মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।






















