Tarapith Kalipuja: রাত পোহালেই কালীপুজো, তার আগে তারাপীঠে চলছে পুজো। ABP Ananda Live
Tarapith News: রাত পোহালেই কালীপুজো। দীপান্বিতা অমাবস্যায় হবে শক্তির আরাধনা। তার আগের দিন ভূত চতুর্দশী। ১৪ প্রদীপের আলোয় ১৪ শাকের নৈবেদ্য বাংলার ঘরে ঘরে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের আজকের দিনটি ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী হিসেবে পালিত হয়। কথিত আছে, কার্তিক মাসের এই তিথিতে নরকাসুরকে বধ করেন শ্রীকৃষ্ণ। সেই থেকে নাম নরক চতুর্দশী। মানুষের বিশ্বাস, নরকাসুর এদিন তার সঙ্গী ভূত-প্রেতদের নিয়ে মর্ত্যে আসেন পুজো নিতে। তাদেরকে দূরে রাখতেই চতুর্দশীতে ১৪ প্রদীপ দেওয়ার রীতি। তাই এই দিনটিকে ভূত চতুর্দশীও বলা হয়। রীতি অনুসারে, ভূত চতুর্দশীতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বাড়ির চারপাশ। এদিন ১৪ ভূবনের অধিপতি শিবের পুজো করা হয়। ১৪ ভূবনের উদ্দেশে জ্বালানো হয় ১৪টি প্রদীপ, পুজোর নৈবেদ্য ১৪ রকমের শাক। সন্ধ্যায় মৃত পূর্বপুরুষদের উদ্দেশে প্রদীপ জ্বলে ওঠে ঘরে ঘরে। মনে করা হয়, এতে যমরাজ প্রসন্ন হয়ে মৃত ব্যক্তির আত্মাকে মুক্ত করেন।