এক্সপ্লোর
Tarapith: শনিবার শুক্লা চতুর্দর্শী, এই দিনটিই তারা মায়ের আবির্ভাব তিথি
শনিবার শুক্লা চতুর্দর্শী। আর এই দিনটিই তারা মায়ের আবির্ভাব তিথি। এই উপলক্ষ্যে এদিন ভোরে মা তারাকে গর্ভগৃহ থেকে বের করে প্রথমে মহাস্নান করানো হয়। তারপর তাঁকে নিয়ে আসা হয় বিরাম মঞ্চ বা বিশ্রাম মন্দিরে। বসানো হয় পশ্চিমমুখী করে। সেখানেই দিনভর হয় বিশেষ পুজো। দুপুরে মা তারাকে অন্নভোগের বদলে লুচি সুজি মিষ্টি ফল চিড়ে ভোগ দেওয়া হয়। শুক্লা চতুর্দশীতে তারাপীঠের মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়।
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন



















