Tea Garden Clash: আলিপুরদুয়ারে চা-বাগানে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, ইট-লাঠি-কাঁদানে গ্যাস
আলিপুরদুয়ারে (Alipurduar) শামুকতলায় পুলিশ ও চা-বাগানের শ্রমিকদের মধ্যে ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট ছোড়ে বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। হামলার অভিযোগে ২৫ জন মহিলা সহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, বাগান পরিচালকের বিরুদ্ধে অবৈধভাবে বাগান দখলের অভিযোগ করেন মালিক। সেই অভিযোগের ভিত্তিতে বাগান পরিচালককে গ্রেফতার করে পুলিশ। এরপরই এলাকার চা শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। গতকাল রাতে সবাই মিলে শামুকতলা থানা ঘেরাও করে। সেখানে প্রথমে বিক্ষোভ শুরু হয়। পুলিশ বিক্ষোভ তোলার চেষ্টা করলেও রাজি হচ্ছিলেন না শ্রমিকরা। এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শ্রমিকরা। বাধ্য হয়েই কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয় পুলিশকে।



















