SSC News: চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আদালতে ফের ধাক্কা রাজ্যের । চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ । ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের । গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার, গ্রুপ ডি কর্মীদের মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়ার নির্দেশিকা দেয় রাজ্য । রাজ্যের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিন্হার । ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে নির্দেশ । রাজ্যকে ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে, নির্দেশ হাইকোর্টের । হলফনামা দেওয়ার ২ সপ্তাহের মধ্যে উত্তর দেবে মামলাকারীরা
আরও খবর....
কেলগ কাণ্ডের আঁচ ভবানীপুরে, চিকিৎসকের বাড়িতে সুকান্তর যাওয়া ঘিরে ধুন্ধুমার । তুলকালামের পর সুকান্ত ও চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়কে আটক । আটক করে ২ জনকে নিয়ে যাওয়া হল লালবাজারে । সুকান্তকে নিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে দাঁড়িয়ে আটকানোর চেষ্টা । বিজেপি কর্মীদের ধাক্কা দিয়ে সরিয়ে সুকান্তদের নিয়ে গেল পুলিশ । হরিশ মুখার্জি রোডে চিকিৎসকের বাড়ি, ভবানীপুরেই সুকান্তকে আটকে দেয় পুলিশ । চিকিৎসকের বাড়িতে যেতে না দেওয়ায় চিকিৎসকই চলে আসেন সুকান্তর কাছে । পুলিশ জানায় চিকিৎসক বাড়িতে নেই, যাওয়া যাবে না, দাবি সুকান্তর । চিকিৎসক বাড়িতেই রয়েছেন, এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন, পাল্টা দাবি বিজেপির । সুকান্ত মজুমদারকে সব কিছু জানাবেন বলে অপেক্ষা করছেন, ভিডিও দিয়ে দাবি বিজেপির । দীর্ঘক্ষণ টানাপোড়েনের পর চিকিসকই হেঁটে চলে যান সুকান্তর কাছে
আরও খবর..
চাকরিহারা গ্রুপ-C, গ্রুপ-D কর্মীদের ভাতা, হাইকোর্টে ধাক্কা রাজ্যের 'কাজ না করে সরকারি কোষাগার থেকে টাকা পাওয়ার অধিকার কারও নেই' । 'কাজ না করেই সরকারি টাকা, অধিকার নেই, মৌলিক অধিকারও দূর অস্ত'
গ্রুপ-C, গ্রুপ-D কর্মীদের ভাতায় স্থগিতাদেশ দিয়ে জানিয়ে দিল হাইকোর্ট । 'এই ধরনের বিতর্কিত প্রকল্পের মাধ্যমে আদালতের নির্দেশ অমান্য' । 'সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে বলে মনে হচ্ছে'
ভাতা মামলায় স্থগিতাদেশ


















