Choochbehar News: কোচবিহারের শীতলকুচি সীমান্তে উত্তেজনা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কোচবিহারের শীতলকুচি সীমান্তে উত্তেজনা । পশ্চিম সাঙ্গারবাড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে কয়েকজনকে ভারতের সীমান্ত দিয়ে ঢোকানোর চেষ্টা । BSF-এর দাবি BGB-কে বাধা দেওয়া হয় । সীমান্তে কাঁটাতারের এপারে কাজ করার সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়েদর । স্থানীয় কৃষকরা BSF-কে নালিশ করলে BGB-কে বাধা দেওয়া হয় । সীমান্তের একদিকে বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা, এদিকে মুখোমুখি BSF জওয়ানরা । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে
আরও খবর....
পূর্ব বর্ধমানের মেমারিতে জোড়া খুন। প্রৌঢ় দম্পতিকে নৃশংসভাবে গলার নলি কেটে খুনের পর দেহ বাড়ির সামনে রাস্তায় ফেলে দেওয়া হয়। ঘটনার পর নিখোঁজ দম্পতির ছেলে। ছেলে বি টেক পাস, কাজ করতেন দিল্লির একটি কোম্পানিতে। স্থানীয় সূত্রে খবর, মাসতিনেক আগে নিখোঁজ হয়ে যান ছেলে। মাসদুয়েক আগে মুস্তাফিজুর ছেলেকে খুঁজে আনেন। তারপর থেকে মা-বাবার সঙ্গেই মেমারির বাড়িতে থাকতেন ছেলে। আজ সকালে বাড়ির সামনে রাস্তার ওপর দম্পতির রক্তাক্ত দেহ পড়েছিল।
বায়োমেট্রিক এবং ট্যাব কেলেঙ্কারির পর ফের উত্তর দিনাজপুরের । চোপড়ায় জালিয়াতির পর্দাফাঁস । একেবারে BDO অফিসের বাইরেই জাল নথির রমরমা কারবার। পরপর ৩টি দোকানে তৈরি করা হত জাল আধার কার্ড থেকে জাল ভোটার কার্ড, এমনকী, জাল দলিলওদোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো নথি, প্রিন্টার সমেত জাল নথি তৈরির বিভিন্ন সরঞ্জাম । ৩ জনকে গ্রেফতার করেছে চোপড়া থানার পুলিশ
অনুপ্রবেশকারী বা জঙ্গিদের হাতে এই জাল পৌঁছেছে কি না, খতিয়ে দেখা হচ্ছে

















