Sonarpur : ভুল চিকিৎসায় রোগী মৃ্ত্যুর অভিযোগে সোনারপুর গ্রামীণ হাসপাতালে উত্তেজনা | ABP Ananda LIVE
Sonarpur : ভুল চিকিৎসায় রোগী মৃ্ত্যুর অভিযোগে সোনারপুর গ্রামীণ হাসপাতালে উত্তেজনা ছড়াল। মৃতের আত্মীয়দের মারমুখী মেজাজে হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান মৃতের পরিজনেরা। মৃতের নাম শুভ নস্কর।পরিবার সূত্রে খবর, বিষধর সাপ কামড়েছে সন্দেহে বছর ১৯-এর তরুণকে গতকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, অবজার্ভেশনে না রেখে প্রাথমিক চিকিৎসার পর তরুণকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়েন তরুণ। দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে আসার পর তাঁর মৃত্যু হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করে রোগীকে ভর্তি না করায় পাল্টা পরিবারের ঘাড়েই দায় চাপিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
![Dumdum Robbery: গভীর রাতে বৃদ্ধার গলায় অস্ত্র ঠেকিয়ে, মুখ চেপে লুঠপাঠ, কী বললেন বৃদ্ধা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/25e88bb612bb220a774f767c29f19e2f1739798018175535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)