TET Result: অবশেষে আজ প্রকাশিত হচ্ছে ২০২৩ প্রাথমিক টেট-এর ফল
ABP Ananda Live: অবশেষে আজ প্রকাশিত হচ্ছে ২০২৩ প্রাথমিক টেট-এর ফল, খবর সরকারি সূত্রে। ১ বছর ৯ মাস পর ফল প্রকাশের সিদ্ধান্ত পর্ষদের । প্রায় ২ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ আজ । বিকেল ৪ টের পর ওয়েবসাইটে প্রকাশিত হবে ফল, খবর প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে।
আরও পড়ুন...
বৃষ্টি থামার পরেও নাজেহাল অজয়নগরের উদিতা আবাসনের বাসিন্দারা, আবাসনের ভিতরে কোমরসমান জল
বৃষ্টি থামার পরেও নাজেহাল অজয়নগরের উদিতা আবাসনের বাসিন্দারা। আবাসনের ভিতরে কোমরসমান জল। গতকাল থেকে বন্ধ বিদ্যুৎ পরিষেবা।আবাসনের লিফট বন্ধ, পাম্প বন্ধ থাকায় উঠছে না জল। আবাসনের একাধিক ফ্ল্যাটে আছেন বহু অসুস্থ। আবাসনের ভিতরের জল বাইরে ফেলার জন্য বাসিন্দারাই ভাড়া করে এনেছেন পাম্প। পুরসভার পক্ষ থেকে কোনও সাহায্য যাচ্ছে না, অভিযোগ বাসিন্দাদের। বাধ্য হয়ে নিজেরা রিকশ ভাড়া করে আবাসন ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা।



















