Panchayat Election: মনোনয়নের জন্য় 'স্বল্প' সময়সীমা নিয়ে হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে নির্বাচন কমিশন
Panchayat Election 2023: এবার কি পিছতে পারে পঞ্চায়েত ভোটের (West Bengal Panchayat Election) নির্ঘণ্ট? মনোনয়ন (Nomination) দাখিলের জন্য় 'স্বল্প' সময়সীমা নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য় নির্বাচন কমিশন (State Election Commission)। শুনানিতে রাজ্য নির্বাচন কমিশন জানায়, আদালত নির্দেশ দিলে আগামী ১৬ ই জুন পর্যন্ত মনোনয়ন পেশের সময়সীমা বাড়াতে প্রস্তুত কমিশন। পাশাপাশি কমিশনের পক্ষে জানানো হয়, আগেও তাঁরা ৭ দিনের সময়সীমা দিয়ে নির্বাচন করেছেন। তখন সমস্যা হয়নি। এরপর প্রধান বিচারপতি (Chief Justise) প্রশ্ন করেন, ৭ দিনের বেশি সময় মনোনয়ন পেশের জন্য দেওয়া যাবে না এরকম কোনও আইন আছে ? উত্তরে রাজ্য নির্বাচন কমিশন জানায়, না, এরকম কোনও আইন নেই। ABP Ananda LIVE


















