(Source: ECI/ABP News/ABP Majha)
Abhishek Banerjee: অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মামলার শুনানি আগামীকাল। ABP Ananda Live
Abhishek Banerjee: ইডি তলবের দিন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে অভিষেক। 'ইডিকে (ED) জানিয়েছিলেন অভিষেক আজ আসবেন না?' অভিষেকের আইনজীবীর কাছে জানতে চায় ডিভিশন বেঞ্চ। আজ জানানো হয়েছে, জানান অভিষেকের আইনজীবী।আগে কেন জানাননি? প্রশ্ন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের (Division Bench)। 'যখনই রাজনৈতিক কর্মসূচি থাকে তখনই অভিষেককে ডেকে পাঠানো হয়'। 'সারা বিশ্ব জানে ৩ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি আছে, শুধু ইডি জানে না'। এই মামলায় ইডি-র তদন্তকারী আধিকারিক বদলে দিয়েছে আদালত, সওয়াল অভিষেকের আইনজীবীর সেটা এই মামলার বিষয়বস্তু নয়, মন্তব্য ডিভিশন বেঞ্চের। আমরা এটা নিয়ে আপত্তি করছি না, মামলাকারী কেন করছেন? প্রশ্ন ইডি-র। এর আগে কি ইডির ডাকে সাড়া দিয়েছেন অভিষেক? জানতে চায় আদালত। অনেকবার ইডির ডাকে সাড়া দিয়েছেন, জানান অভিষেকের আইনজীবী। তাহলে এবারও ইডির সমনে সাড়া দিন, মন্তব্য বিচারপতির। আজ রাজনৈতিক কর্মসূচি রয়েছে, জানান অভিষেক বন্দোপাধ্যায়ের আইনজীবী। ইডিকে বলবেন যে আজ অসুবিধা আছে, অন্য দিন যাবেন, মন্তব্য বিচারপতির ২৫ সেপ্টেম্বর নির্দেশনামায় ১৮৮এ হরিশ মুখার্জি রোডের বাড়ির বিস্তারিত তথ্য তলব করেন বিচারপতি অমৃতা সিন্হা। 'অনুসন্ধান এবং তদন্ত যাতে ব্যাহত না হয় সেদিকে নজর দিতে'। ২৯ সেপ্টেম্বর ইডির অধিকর্তাকে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। বিচারপতি সিন্হার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক। কাল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি