Calcutta High court: রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সময়সীমা বাড়াল না হাইকোর্ট | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সময়সীমা বাড়াল না হাইকোর্ট । সন্ত্রাস কবলিত এলাকায় শান্তি বজায় রাখতে সমস্ত পদক্ষেপ করবে রাজ্য' । 'রাজ্য ব্যর্থ হলে সমস্ত উপযুক্ত পদক্ষেপ করতে পারবে কেন্দ্রীয় সরকার' । 'কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ সমস্ত উপযুক্ত পদক্ষেপ করতে পারবে কেন্দ্র' । নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের
উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়কের শপথগ্রহণ ঘিরে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। যত সময় যাচ্ছে সেই সংঘাত আরও তীব্র হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দের (CV Ananda Bose) অপেক্ষায় এবার বিধানসভার সিঁড়িতে কার্যত ধর্নায় বসলেন বরানগর থেকে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা থেকে জয়ী রেয়াত হোসেন। রাজ্যপাল এসে বিধানসভায় তাঁদের শপথবাক্য পাঠ করান বলে দাবি তুলেছেন তাঁরা। (West Bengal Assembly) বিকেল ৪টে পর্যন্ত সেখানেই থাকবেনবলে জানিয়েছেন।
বুধবার বিধানসভায় ঢোকার মুখে সিঁড়ির উপর প্ল্যাকার্ড হাতে বসে থাকতে দেখা যায় সায়ন্তিকা এবং রেয়াতকে। হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, 'শপথগ্রহণের জন্য রাজ্যপালের পৌঁছনোর অপেক্ষা করছি'। এ নিয়ে প্রশ্ন করলে রেয়াত বলেন, "মাননীয় রাজ্যপালকে আবেদন জানিয়েছি, যাতে বিধানসভায় শপথগ্রহণের ব্যবস্থা করেন উনি।" সায়ন্তিকা জানান, তাঁর কপালটাই খারাপ। তাই একমাস হতে চললেও এখনও শপথ নিতে পারছেন না।(Sayantika Banerjee)