Merdinipur News: দাসপুরে সমবায় সমিতির নির্বাচন ঘিরে দফায় দফায় অশান্তি। ABP Ananda live
ABP Ananda Live: সমবায় সমিতির নির্বাচন ঘিরে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তুমুল উত্তেজনা। বহিরাগতদের এনে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সমবায় মঞ্চ বাঁচাও কমিটির সদস্যদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি। মাথা ফাটল সমবায় মঞ্চ বাঁচাও কমিটির এক কর্মীর। নামানো হল র্যাফ, এলাকায় বিশাল পুলিশ বাহিনী।
কাশীপুরে প্রোমোটারকে মারধরের ঘটনার ২৪ ঘণ্টার মধ্য়ে, গ্রেফতার হলেন মূল অভিযুক্ত তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে খবর, ওড়িশা পালানোর পরিকল্পনা ছিল অভিযুক্তের, কিন্তু মাঝপথে খড়গপুরে তাকে পাকড়াও করে পুলিশ। ঘটনায় আরও ৩ জন গ্রেফতার হয়েছে। এই নিয়ে ধৃতের সংখ্য়া বেড়ে হল ৬। মূল অভিযুক্ত তৃণমূল কর্মী রানাকে ১৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত।
এবার পর্ণশ্রী কো-অপারেটিভের জমি দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কো-অপারেটিভের কমিউনিটি হলও দখল করে নিয়েছেন শাসক নেত্রী। অভিযোগ তুলে বিক্ষোভে পর্ণশ্রী কো-অপারেটিভের বাসিন্দারা। কো-অপারেটিভের আবাসনে পুর পরিষেবাও বন্ধ করে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা কেউ কো-অপারেটিভের বাসিন্দাই নন, দাবি কাউন্সিলরের। পর্ণশ্রী কো-অপারেটিভের স্পেশাল অফিসারও তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র।