TMC-BJP Clash:৭লাখ মার্জিনের থাপ্পড় ভুলতে পারেননি,কেন্দ্রেও ভোটার বাড়া নিয়ে পাল্টা প্রশ্ন তৃণমূলের
ABP Ananda Live: ৭ লাখ মার্জিনের থাপ্পড় ভুলতে পারেননি, প্রধানমন্ত্রীর কেন্দ্রেও ভোটার বাড়া নিয়ে পাল্টা প্রশ্ন তৃণমূলের। SIR ইস্যুতে এবার অনুরাগ ঠাকুরের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায় । ডায়মন্ড হারবার লোকসভায় ভূতুড়ে ভোটারের অভিযোগ অনুরাগের । 'ডায়মন্ড হারবারের ৩০১ টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে' । 'গত চার বছরে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি' । সেখানে সবকটি আসন তৃণমূলই জিতেছে' । 'ফলতায় ১৭ শতাংশ, বিষ্ণুপুরে ৫২ শতাংশ ভোটার বেড়েছে' । 'মহেশতলায় ৮৯ শতাংশ, বজবজে ৩২ শতাংশ ভোটার বৃদ্ধি' । অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু দেখুন ডায়মন্ড হারবারে কী হচ্ছে, কটাক্ষ অনুরাগ ঠাকুরের
টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কার্যত বিচ্ছিন্ন বাংলা-সিকিমের যোগাযোগ
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। তিস্তার জলে ভেসে গেল ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়ক। রাস্তা জলের তলায়, বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। বৃষ্টির পরিমাণ বাড়ছে উত্তরের জেলাগুলিতে, ফলে ধসের আশঙ্কাও রয়েছে। প্রবল বৃষ্টিতে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই আশঙ্কাই এবার সত্যি হল। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। গত শনিবার ২৯ মাইলের কাছে রাস্তার অর্ধেকটা ধসে যায়। সেই সময় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ছোট গাড়ি চলে নিজেদের দায়িত্বে। গতকাল থেকে ফের শুরু হয়েছে ভারী বৃষ্টি। তিস্তার জলে ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কের অংশ পুরোটাই ভেসে গিয়েছে। যান চলাচল একেবারে বন্ধ। বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। বন্ধ হয়ে গিয়েছে সরাসরি যোগাযোগের পথ। অনেকটা ঘুর পথে দুই রাজ্যের মধ্যে যোগাযোগ করা যাচ্ছে। কালিম্পং এবং সিকিমের অবস্থা সবথেকে খারাপ। গত বছর এই ধসের কারণে ৩৯ দিন রাস্তা বন্ধ ছিল। এবছর ২৩ দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। এই আবহে বিপর্যয়ের জেরে অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ হয়ে গেল।





















