Malda News: মালদায় আরও একটি কংগ্রেসের পঞ্চায়েত দখল করল তৃণমূল। ABP Ananda Live
ABP Ananda Live: মালদায় আরও একটি কংগ্রেসের পঞ্চায়েত দখল করল তৃণমূল। প্রধান, উপপ্রধান সহ কংগ্রেসের ৬ সদস্য যোগ দিলেন শাসকদলে। তৃণমূলে যোগ দিয়েছেন সিপিএমের একমাত্র পঞ্চায়েত সদস্যও। ২১ আসনের সিলামপুর দুই নম্বর পঞ্চায়েতে তৃণমূলের সংখ্যা দাঁড়াল ১২। ১৫ থেকে কমে কংগ্রেসের সদস্য দাঁড়াল ৯। কংগ্রেসে থেকে কাজ করতে পারছেন না বলে দাবি তৃণমূলে যোগদানকারী উপপ্রধানের।
ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সরব হলেন কংগ্রেস নেতারা। উঠল বিচারের দাবিতে স্লোগান। এই মঞ্চ থেকেই বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে কংগ্রেস।
রাতারাতি নোটবন্দি করতে পারলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন? কড়া আইনের পক্ষে সওয়াল করে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ষকদের ফাঁসি চেয়ে ১০ দিনের মধ্যে বিধানসভায় বিল পাস করানোর কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠছে, এই ধরনের আইন আনা রাজ্য সরকারের পক্ষে কি সম্ভব? এরইমধ্যে আর জি কর-কাণ্ড নিয়ে মুখ খুলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।