Mahua Moitra : মহুয়া মৈত্রর কণ্ঠরোধ করতে ষড়যন্ত্র, মন্তব্য ফিরহাদের, কী বললেন কুণাল ?
হিরানন্দানি গ্রুপ থেকে ঘুষ নিয়ে, সংসদে আদানির ( Adani ) বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ!
কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের ( Mahua Moitra ) বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগে ঘিরে শোরগোল পড়ে গেছে জাতীয় রাজনীতিতে। এই পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্ব যখন গোটা বিষয়টি থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, তখনই ভিন্ন সুর শোনা গেল দলের অন্যতম প্রথম সারির নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিমের ( Firhad Hakim ) মুখে। শনিবার, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ( Kunal Ghosh ) যেখানে বলে দিয়েছিলেন, মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে, এই মুহূর্তে দলের কোনও বক্তব্য নেই, সেখানে ২৪ ঘণ্টার মধ্যেই ফিরহাদ হাকিম দাবি করলেন, মহুয়া মৈত্রর কণ্ঠরোধ করতে ষড়যন্ত্র করা হচ্ছে।


















