TMC News:শুভেন্দু এটা ভালো বোঝেন কখন TMC-তে থাকতে হবে,কোন কোন জিনিস সামনে এলে BJP-তে যেতে হবে: কুণাল
ABP Ananda LIve: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে কখন কোথায় যেতে হবে সেটা ও,নার কাথ থেকে শিখতে হবে না। উনি আবার এটা ভাল বোঝেন কখন তৃণমূলে থাকতে হবে, কোন কোন জিনিস সামনে এলে বিজেপিতে যেতে এই সময়গুলো উনি বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পুলিশ দিয়ে সঙ্গে সঙ্গে কড়া হাতে দোষীদের ধরানো সেটা চলছে', বললেন কুণাল।
'ধৃতর বাবা তৃণমূলের স্থানীয় নেতা' ! দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের TMC যোগ, বিস্ফোরক শুভেন্দু
দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বিরোধী দলনেতা দাবি করেন, গণধর্ষণকাণ্ডে ধৃত শেখ নাসিরউদ্দিনের বাবা তৃণমূলের স্থানীয় নেতা এবং নাসিরউদ্দিন দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী দুর্গাপুরে না আসায় তিনি লজ্জিত। নির্যাতিতার চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলনেতা। অভিযোগ করেন,তিনি চিকিৎসকদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তাঁদের মুখ খুলতে নিষেধ করা হয়েছে। নির্যাতিতাকে এ রাজ্যে রাখতে পরিবার রাজি নয় বলেও জানান শুভেন্দু অধিকারী।


















