(Source: ECI/ABP News/ABP Majha)
Santanu Sen: সন্দেশখালিকাণ্ডে সুপ্রিম-দরবারে রাজ্যের আবেদন খারিজ! কী বলছেন শান্তনু সেন?
'সিবিআই তদন্ত করবে এটা হলে বিজেপি উল্লসিত হবেই। কারণ বিজেপির রাজনৈতিক, বিশ্বস্ত শাখা সংগঠনের নাম সিবিআই (CBI)। এরা বিজেপির অঙ্গুলিহেলনে চলে। বিরোধীদের বিরুদ্ধে খড়্গহস্ত হয়। অভিযুক্তরা বিজেপিতে যোগ দিলে ছেড়ে দেয়', তোপ তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের। সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তে বিরুদ্ধে রাজ্যের আবেদন খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে। তাতেই প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, 'এটা তো প্রত্যাশিত ছিল। প্রতিবার তৃণমূল নিজেদের দুর্নীতি, ব্যর্থতা, লুঠ, সীমাহীন লোভ, চুরি, ডাকাতি এগুলোর তদন্ত বন্ধ করার জন্য মানুষের করের টাকা দিয়ে সুপ্রিম কোর্টে যায়। প্রতিবারই পরাজিত হচ্ছে।'
সন্দেশখালি নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের। সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্যের আবেদন খারিজ। তদন্ত চালিয়ে যাবে সিবিআই, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত।
ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্তে আপত্তি না থাকলেও রেশন দুর্নীতির তদন্তে আপত্তি রাজ্যের। 'ঘটনার পর শেখ শাহজাহানকে দীর্ঘদিন গ্রেফতার করা হয়নি, কেন একজনকে বাঁচাতে চায় রাজ্য সরকার?' প্রশ্ন সুপ্রিম কোর্টের। রেশন দুর্নীতি-সহ সন্দেশখালির ৪৩টি মামলা সিবিআইকে হস্তান্তরের বিরোধিতা রাজ্যের। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। রেশন দুর্নীতি-সহ সন্দেশখালির ৪৩টি মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই, নির্দেশ সুপ্রিম কোর্টের।