TMC News: হেনস্থার পাল্টা হিংসার নিদান
ABP Ananda LIVE: বাইরে থেকে এলে তাঁদের কাজ করতে দেওয়া হবে না। নিজের দায়িত্বে আসতে হবে। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে গিয়ে বলে দেবেন। এমনই হুমকি দিয়েছিলেন তৃণমূলের রাজ্য কোর কমিটির সদস্য ও আসানসোল পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্র। মালদায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর মুখে শোনা গেল হাত কাটার হুমকি। বিজেপি শাসিত রাজ্যের পুলিশ ও এরাজ্যের অথবা এরাজ্যে বিজেপির কেউ, যদি বাঙালিদের গায়ে হাত দেওয়ার কোনও ধরনের চেষ্টা করে, তার পুরো হাত কেটে শরীর থেকে আলাদা করে দেওয়া হবে। এমনই হুমকি দিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী। ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ বিরোধীদের।
মেলেনি বিচার, তিলোত্তমার মা-বাবার ক্ষোভের মুখে প্রধানমন্ত্রী ও মুখ্য়মন্ত্রী
বছর ঘুরতে চলল। কিন্তু, আর জি করকাণ্ডে নিহত অভয়ার মা-বাবার দাবি, তাঁরা এখনও বিচার পাননি। আজ সেই না পাওয়াই ঠিকরে বেরোল ক্ষোভ হয়ে। যার নিশানায় প্রধানমন্ত্রী, মুখ্য়মন্ত্রী থেকে রাষ্ট্রপতি--- সকলেই। নিহত চিকিৎসকের বাবা বললেন, "আজকে প্রধানমন্ত্রীও আমাদের বিষয়টা ভাবছেন না। তাহলে প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতেন।" আর মুখ্য়মন্ত্রীর ভূমিকা নিয়ে অভয়ার মা বললেন, "স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, পুলিশমন্ত্রী হিসাবে আমি ওনার পদত্যাগ সর্বক্ষণ দাবি করে যাব।" এমনকী, রাষ্ট্রপতির ভূমিকা নিয়েও মুখ খুলেছেন এই সন্তানহারা দম্পতি। তাঁরা বলছেন, রাষ্ট্রপতি সময় দিতে পারলেন না। অথচ এখানে এলেন। দেখা করলেন না। কোথাও চিঠি লিখে লাভ হয়নি। এই প্রেক্ষাপটে আন্দোলনেই ভরসা রাখছেন সন্তানহারা দম্পতি। তাঁরা বললেন, সামনে পুজো। আমাদের সব শেষ। আমরা শুধু বিচার চাই। বাকি জীবন লড়াই করে যাবো। এতদিন মেয়েকে প্রতিষ্ঠা করার লড়াই ছিল।। এবার সেই মেয়ের খুনের বিচারের লড়াই চাই।



















