Mamata Banerjee: 'আপনার থেকে ধর্ম শিখব না, সব ধর্মকে রক্ষা করাই চেয়ারের কর্তব্য', আক্রমণ মমতার
ABP Ananda Live: তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের শুভেন্দুর হুমকি, পাল্টা মুখ্যমন্ত্রী। 'আমার বাড়িতে কালীপুজো হয়, ধর্মীয় কার্ড খেলছেন'। 'ধর্ম নিয়ে কিছু হয় না, মানুষের মতন আচরণ করতে হয়'। 'হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে শুধু গ্রুপ থাকে, নাম থাকে না'। 'প্রধানমন্ত্রী সৌদি আরব ঘুরতে গেলেন, ওটা কাদের দেশ, তাতে তো কিছু আসে'। 'আপনাদের বিরোধী দলনেতা মুসলিমদের ছুড়ে ফেলে দেবেন বলছেন, এত সাহস হয় কী করে?'
'দেশের দ্বিতীয় জনের ছেলে পাকিস্তানকে সাধুবাদ জানালেন, আমরা তো কিছু বলিনি'। 'আপনার থেকে ধর্ম শিখব না, সব ধর্মকে রক্ষা করাই চেয়ারের কর্তব্য'। 'আমি বাইরে মুখ্যমন্ত্রী হিসাবে বললে আমাকে কাউন্টার করেন, আর আপনাদের নেতা বাইরে বললে কেন কাউন্টার করবো না'। 'মানবিকতা সবচেয়ে বড়, ধর্ম নিয়ে কিছু হয় না, মানুষের মতন আচরণ করতে হয়'। কোনও ধর্মকে অপমান করা চলতে পারে না, বিরোধী দলনেতাকে বার্তা মুখ্যমন্ত্রীর । বিধানসভায় শুভেন্দুকে মুখ্যমন্ত্রীর আক্রমণ, পাল্টা বিক্ষোভে বিজেপি বিধায়করা।



















