TMC News : 'কমিশনে শুধু তো BJP ভর্তি' রাজ্যের ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনকে সরাসরি নিশানা মমতার
ABP Ananda LIVE : বিহারে ভোটার তালিকায় সংশোধনী নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড়ের মাঝেই, এবার এরাজ্যের ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনকে সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে তিনি বলেন--- "নির্বাচন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি। কোনও নিরপেক্ষ লোক নেই ওখানে।" তিনি আরও বলেন--- "এক তো নির্বাচন কমিশন বসে রয়েছে। আমি তাদেরকে অসম্মান করছি না। কিন্তু যদি কেউ বিজেপির দালালি করে, আমি বলব, দালালি করবেন না। আমরা ছাড়ব না।" অন্য়দিকে আজই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে, শুভেনদু অধিকারী বলেন--- "কোনও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। খালা মমতা কান খুলে শুনে রাখুন।" বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানোর দাবিও তুলেছেন বিরোধী দলনেতা। নরেন্দ্র মোদি রাজ্যে আসার ৪৮ ঘণ্টা আগে বাঙালি আবেগে শান দিলেন মুখ্যমন্ত্রী।


















