Humayun Kabir : নতুন দলের হুঁশিয়ারি সরিয়ে শীর্ষ নেতৃত্বে আস্থা, শো-কজে ক্ষমাপ্রার্থনা
Humayun Kabir : বিদ্রোহ, বিক্ষোভ থেকে হুঁশিয়ারি ছেড়ে আস্থাপ্রকাশ ও ক্ষমাপ্রার্থনা। একেবারে ১৮০ ডিগ্রি ইউ-টার্ন হুমায়ুন কবীরের (Humayun Kabir)। ভরতপুরের তৃণমূল বিধায়কের বার্তা, তৃণমূলের তিন সর্বোচ্চ নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। শো-কজের উত্তরে জানালেন হুমায়ুন কবীর। পাশাপাশি মিডিয়ার সামনে দলের বিরুদ্ধে মুখ খোলার জন্য ক্ষমাপ্রার্থনাও করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তবে জেলার যে সাংগঠনিক সমস্য়া সেখানে নিজের সিদ্ধান্ত থেকে সরছেন না তিনি। তাঁর আশা ভবিষ্যতে দলের শীর্ষ নেতৃত্ব তাঁর আবেদন বিবেচনা করে দেখবেন।


















