Rachana Banerjee: সফল অভিনেত্রী থেকে সফল রাজনীতি, তাও রচনার আছে কিছু 'না পাওয়া'? কী বললেন তিনি?
ABP Ananda LIVE: জীবনে একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে বরাবর লাইম লাইটে রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনয় জীবন থেকে হুগলির সাংসদ পদ প্রাপ্তি। একান্ত আড্ডায় সেই সব প্রসঙ্গ ছুঁয়েই এক্সক্লুসিভ আড্ডায় র্যাপিড ফায়ারের মুখোমুখি হলেন রচনা। দাদুর সম্পত্তি নিয়ে ভাই-বোনে ধুন্ধুমার। হোটেল ব্যবসায় কে কাকে দেবে টেক্কা? রায়ানের ভূমিকায় একশো জনের বিরুদ্ধে ধনুষ লড়বেন একা। লকডাউনের প্রেক্ষাপটে নতুন কাহিনি
শোনাবে 'চলতি রহে জিন্দেগি'। কোন প্ল্যটফর্মে, কবে থেকে স্ট্রিম হবে সিরিজটি? রিমেকে রিস্ক ফ্যাক্টর কতটা? কী বলছে বলিউডের রিমেক ফিল্মের বক্স অফিস ট্রেন্ড? অক্ষয় কুমার সুরিয়ার-র তামিল ফিল্মের রিমেক 'সরফিরা'-র উড়ানে বক্স অফিসে সাফল্য পেলেন কী?
শহরের ত্রিফলা আলোর ভবিষ্যৎ কি অন্ধকার? প্রশ্নটা উঠছে। কারণ এনিয়ে দ্বন্দ্ব দানা বেঁধেছে কলকাতা পুরসভার অন্দরেই। মেয়র পারিষদের দাবি, ত্রিফলা স্তম্ভ খারাপ হলে আর সারানো হবে না, বসবে নতুন আলো। সেখানে মেয়রের দাবি, ত্রিফলা কলকাতার পরিচিতি, সরানো হবে না, খারাপ হলে সারানো হবে। রাজ্যে ক্ষমতার পালা বদলের পর ২০১২ সালে শহরের রাস্তার ২ পাশে বসানো হয় হাজার হাজার ত্রিফলা আলো। শহরকে আলোকিত করার পাশাপাশি লক্ষ্য ছিল সৌন্দর্যায়ন। কিন্তু, শুরু থেকেই এই বাতিস্তম্ভের সঙ্গে জড়িয়ে গিয়েছে বিতর্ক। দরপত্রে ‘দুর্নীতি’... বরাতে 'স্বজনপোষণ'। বেশি দামে বাইরে থেকে ত্রিফলা বাতিস্তম্ভ কেনা থেকে স্তম্ভ বসানোর দূরত্ব - না বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। ত্রিফলা বাতিস্তম্ভে নীলসাদা স্ট্রিপ লাইট লাগানো নিয়েও বিতর্ক কম হয়নি। বাতিস্তম্ভের খোলা জয়েন্ট বক্সে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে একাধিক। এই সব বিতর্কের জেরে শহরে নতুন করে বাতিস্তম্ভ বসানো প্রায় বন্ধ হয়ে যায়। তার জায়গায় বিভিন্ন জায়গায় বসেছে এবং বসছে নতুন আলো।