Sougata Roy: 'তৃণমূলের ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে?' যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি সৌগতর
ABP Ananda Live: শনিবারের ঘটনার পর অরূপ বিশ্বাসের মুখে '১ মিনিটে যাদবপুর (বিশ্ববিদ্যালয়) দখলের হুমকি' শোনা গিয়েছিল। এবার একই সুর শোনা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলাতেও। রীতিমতো হুমকি দিয়ে তিনি বলেন, 'প্রেসিডেন্সি কলেজে যেরকম হয়েছিল, একদিন পুলিশ ঢুকল, পরের দিন নকশালরা পালিয়ে গেল। এখানে সেরকম কিছু ভাবতে হবে। রাজনৈতিক ব্যবস্থা নিলে তৃণমূলের দু-তিন হাজার লোক ঢুকে যাবে। আর প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজারখানেক পুলিশ ঢুকে যাবে তারপর থেকে ওরা আসবে না।' এর আগে তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার বলেছিলেন, যদি ভাবেন আমাদের অফিস পুড়িয়ে দিয়ে আমাদের আটকে দিতে পারবেন, আমরা কিন্তু আপনাদেরও হাজার হাজার অফিস আছে। বাদ যাননি তৃণমূলের আইনজীবী সাংসদও। সিপিএমকে মিটিং মিছিল করতে দেওয়া হবে না বলে প্রকাশ্য়ে হুমকি দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।



















