TMC News: প্রকাশ্য়ে একাধিক তৃণমূল নেতাকে গুলি করে হত্যা, খোদ তৃণমূল কাউন্সিলররেই বীভৎস আশঙ্কা
ABP Ananda Live: আমিও খুন হয়ে যেতে পারি। বেলঘরিয়া শ্য়ুটআউটকাণ্ডে খোদ তৃণমূল কাউন্সিলরই এমন আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি, পুলিশকেও নিশানা করেছেন তিনি। গুলি চালানোর ঘটনায় ভিকি যাদব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও কাউন্সিলরের বক্তব্য - ভুল কেস সাজানো হচ্ছে, ভিকির নামে।
মালদার দুলাল সরকার থেকে, পানিহাটির অনুপম দত্ত। সাম্প্রতিক সময়ে প্রকাশ্য়ে একাধিক তৃণমূল নেতাকে গুলি করে মারা হয়েছে। কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষ অল্পের জন্য় রক্ষা পেয়েছেন এই কদিন আগেই।
দুর্নীতি নিয়ে খবর করে 'খুন', তরুণ সাংবাদিককে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা ! এই কি সংবাদমাধ্য়মের স্বাধীনতা?
ধান কেনায় কেলেঙ্কারি এবং জমি বিক্রির ক্ষেত্রে স্ট্য়াম্প দুর্নীতি নিয়ে পরপর খবর করছিলেন। সেই সাংবাদিককেই, রাস্তার ওপর গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। দিনেদুপুরে হাইওয়ের ওপর তাড়া করে খুন করা হল তরুণ সাংবাদিককে!
হাড় হিম করা... জঘন্য়... নিন্দনীয় এই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সীতাপুরে। শনিবারের এই ঘটনার পর দু-দু'টো দিন পেরিয়ে গেলেও, কাউকে গ্রেফতার করেনি পুলিশ। যোগী রাজ্য়ে সাংবাদিকের এই মর্মান্তিক পরিণতিতে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে। দুর্নীতির খবর করেই কি প্রভাবশালীদের রোষে পড়লেন উত্তরপ্রদেশের তরুণ সাংবাদিক? দুর্নীতি ফাঁস করার জন্য়ই কি চিরতরে পৃথিবী সরিয়ে দেওয়া হল তাঁকে? কিন্তু, যে সংবাদমাধ্য়মকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, তার কর্মীর ওপর এভাবে আক্রমণ নেমে আসবে কেন? কর্তব্য় পালনের মাসুল কেন প্রাণ দিয়ে গুনতে হবে এক তরুণ সাংবাদিকক? নিহত সাংবাদিকের নাম রাঘবেন্দ্র বাজপেয়ী।


















