Kalyan Banerjee: 'পদত্যাগপত্র গ্রহণ করার জন্য চেয়ারপারসনকে ধন্যবাদ', জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ABP Ananda LIVE : লোকসভার চিফ হুইপের পদ ছাড়ার পর বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় । ফের দলীয় সাংসদ মহুয়া মৈত্রকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের । '২০২৩-এ সংসদে সমালোচনার মুখে পড়েছিলেন মহুয়া মৈত্র' । 'সে সময় আমি মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়েছিলাম' । 'আজ আমাকে তিনি নারী বিদ্বেষী বলে সেই সমর্থনের প্রতিদান দিচ্ছেন' । 'যাঁর কৃতজ্ঞতা নেই, তাঁকে সমর্থনের জন্য আমি জাতির কাছে ক্ষমা চাইছি' । বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'পদত্যাগপত্র গ্রহণ করার জন্য চেয়ারপারসনকে ধন্যবাদ', জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Supreme Court: ‘DA কি মৌলিক অধিকার? আমাদেরও সন্দেহ আছে’, বলল সুপ্রিম কোর্ট
বকেয়া মহার্ঘভাতার দাবি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের কর্মীদের একাংশ (DA Case)। সেই নিয়ে মামলার শুনানিতে যদিও DA আদৌ মৌলিক অধিকার কি না, সেই নিয়ে প্রশ্ন উঠে গেল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্ট এর আগে 'DA মৌলিক অধিকারের মধ্যে পড়ে' বলে মন্তব্য করেছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের সেই পর্যবেক্ষণ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল। (Supreme Court)
রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হয়েছে মঙ্গলবার। সেখানে রাজ্য সরকারের আইনজীবীরা পরিষ্কার জানিয়েছেন, মূল্যবৃদ্ধিকে সামনে রেখে সহানুভূতি থেকেই সরকারি কর্মীদের DA দেয় রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের হারে DA দিতে হবে বলে কোথাও লেখা নেই। রাজ্যের সরকারি কর্মীরা সেই নিয়ে চাপ সৃষ্টি করতে পারেন না। কারণ DA তাঁদের মৌলিক বা আইনি অধিকারের মধ্যে পড়ে না। দেশের ১৩টি রাজ্যে কেন্দ্রীয় হারে যে DA দেওয়া হয় না, তাও আদালতে তুলে ধরেন রাজ্য সরকারের আইনজীবীরা। (DA Case)

















