Susanta Ghosh : হায়দর কোনও অন্যায় করলে, তার দায় হায়দরকে নিতে হবে : তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ
ABP Ananda Live : আগে চেনেন না বলে দাবি করলেও ব্যবসায়ী জুলকারনাইন সম্পর্কে মুখ খুললেন সুশান্ত ঘোষ। জুলকারের অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে বিস্ফোরক ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।'২ হাজার বর্গফুটের যে জমির কথা বলা হচ্ছে, সেটা সরকারি জমি'।'ওই জমি জুলকারের নয়'।'গত ১৫ বছর ধরে ওখানে সরকারি জমি দখল করে বাড়ি হয়েছে'।'তার দায়ভার আমি নেব না'।'তবে গত আড়াই বছরে বেআইনি ভাবে জলাশয় ভরাট করতে দিইনি'।'হায়দরকে গুলশন কলোনি দেখভালের দায়িত্ব দিয়েছি'।'জুলকারদের ষড়যন্ত্রের বিরোধিতা করার জন্যই ওকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে'।'তবে হায়দর ব্যক্তিগত ভাবে কোনও অন্যায় করলে, তার দায় হায়দরকে নিতে হবে'।মন্তব্য ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।
তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর সুশান্ত ঘোষের হামলার ৭ দিন আগে স্কুটার কিনেছিল গুলজার। এরপর সেই স্কুটারের নম্বর প্লেট বদলে ফেলা হয়। কসবাকাণ্ডে ধৃতদের জেরা করে দাবি লালবাজারের। যাঁর কাছ থেকে স্কুটার কেনা হয়, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের দাবি, এ রাজ্যে আসার পরেই হামলাকারীদের মোবাইল ফোনগুলি জমা নিয়ে নেয় গুলজার। বদলে তাদের হাতে নতুন মোবাইল ফোন ও সিমকার্ড তুলে দেয় সে। কোন নামে, কীভাবে সিমকার্ড জোগাড় হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, সুশান্তর ওপর হামলার ঘটনায় বিহার-যোগের দাবি করেছে পুলিশ। সূত্রের খবর, মূল চক্রী আফরোজ খান ওরফে গুলজার বিহারের জামুইয়ের বাসিন্দা। গুলজার যাকে বরাত দিয়েছিল সেই ইকবালও বিহারের লোক। সুশান্তর ওপর হামলার একমাস আগে বিহারের বৈশালী থেকে এসেছিল এক হামলাকারী।হামলার আগে আরও ২ জন বিহার থেকে আসে। এদের মধ্যে ২ জন বিহারের কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের সদস্য বলে কলকাতা পুলিশের দাবি।



















