Sashi Panja: 'ক্রমাগতভাবে একটি রাজ্যকে আক্রমণ করে চলেছে BJP', আক্রমণ শশী পাঁজার
ABP Ananda Live: 'BJP প্রথমে সরস্বতী পুজো, দুর্গাপুজো আক্রমণ করল এবং তারপরে খাদ্যোভ্যাস আক্রমণ করল। যে আপনি মাছ-মাংস কেন খান? খাবারের ওপর প্রশ্নচিহ্ন উঠল বাংলায়। বাংলা ভাষাকে বলছে বিদেশি ভাষা। এরপর হয়ত ভোটার তালিকা থেকে বাদ দেবে তরাপর বলবে এ দেশের নাগরিক কিনা প্রমাণ করুন। ক্রমাগতভাবে একটি রাজ্যকে আক্রমণ করে চলেছে'। বললেন শশী পাঁজা।
বালিগঞ্জের অভিজাত আবাসনে হাইকোর্টের আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু ! 'আবাসনের চারতলা থেকে পড়ে' গেলেন কীভাবে ?
স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে আবাসনে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, বেশকিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই আইনজীবী। শারীরিক অসুস্থতার কারণে কাজেও যেতে পারছিলেন না। এই ঘটনায় বালিগঞ্জ থানায় অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন আইনজীবী।যদিও আইনজীবীর রহস্যমৃত্যু প্রথমবার নয়।গত বছরের শুরুতেই কলকাতা হাইকোর্টের এক নিখোঁজ আইনজীবীর রহস্যমৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিল। বর্ধমান শহরে উদ্ধার হয়েছিল ওই আইনজীবীর দেহ । কলকাতা হাইকোর্টের আইনজীবীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল বর্ধমান শহরে। স্বস্তিক সমাদ্দারের বাড়ি বর্ধমানের ডিভিসি মোড়ের মালঞ্চ এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছিল, গত ২১ জানুয়ারী বাড়ি থেকে একটি পালসার বাইক নিয়ে বেড়িয়ে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই আর তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।



















