Sougata Roy: রোহিতের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে সতীর্থদের নিশানায় সৌগত | ABP Ananda Live
ABP Ananda live: গতকালই টানটান ফাইনাল ম্যাচে, নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে ভারত। সেখানে আমাদের স্পিনার বরুণ চক্রবর্তী বা কুলদীপ যাদবরা কত ডিগ্রি বল ঘুরিয়েছেন, সেসব নিয়ে নানা আলোচনা চলছে। কিন্তু কালকের পর যে সাংসদ সৌগত রায়, রোহিত শর্মাকে নিয়ে তাঁর বক্তব্যে কত ডিগ্রি ঘুরে গেছেন, সেটা নিয়েও কিন্তু লম্বা আলোচনা চলতে পারে। ছিয়াত্তর রানের দুর্দান্ত ইনিংস খেললেন, ক্যাপ্টেন রোহিত শর্মা। আর যে সৌগত রায় রোহিতের টিম থেকেই বাদ পড়া চেয়েছিলেন, তিনি আজ বলছেন, এসব সমালোচনাতেই উৎসাহিত হয়ে নাকি রোহিত ভাল খেলেছেন। আর এ নিয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের কটাক্ষ, "ভবিষ্যতে একটু ভেবেচিন্তে কথা বলুন।"
চা খেতে গিয়ে গুলিবিদ্ধ নিরীহ যুবক, কোথায় নিরাপত্তা? বেলঘরিয়ার ঘটনায় উঠছে প্রশ্ন
ডাক্তার দেখাতে গিয়ে দোকানে চা খেতে ঢুকেছিলেন। সেখানে গিয়েই গুলিবিদ্ধ হতে হল এক নিরীহ যুবককে। বেলঘরিয়ার শনিবারের ঘটনার পর আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না গুলিবিদ্ধ যুবক ও তার পরিবার। প্রশ্ন উঠছে, সামান্য চায়ের দোকানে গিয়ে যদি গুলিবিদ্ধ হতে হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?
চা খেতে গিয়ে গুলি খেতে হল। বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সন্তু দাস। কিন্তু তারপর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন তিনি ও তার পরিবার। গুলিবিদ্ধ সন্তু দাসের বাবা গৌরাঙ্গ দাসের কথায়, "মানুষ রাস্তায় বেরোলে যে কী করবে, কী হবে, বাড়িতে ফিরবে কি আদৌ বলতে পারে না কেউ, যা দিনকালের অবস্থা পড়েছে। ওই তো ডাক্তারখানায় গেল, লেগে চলে আসল। দুশ্চিন্তা তো হবেই। একটাই ছেলে আমার।''


















