TMC: ফের ধাক্কা খেল নন্দকুমার মডেল, 'বাম-রাম জোটকে' হারিয়ে পটাশপুরে জয়জয়কার তৃণমূলের | Bangla News
এগরার পর এবার পটাশপুর। পূর্ব মেদিনীপুরে ফের ধাক্কা খেল নন্দকুমার মডেল। পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বাম-রাম জোটকে হারিয়ে জয়জয়কার তৃণমূলের। ১৪টির মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এরপর বাকি ১০টি আসনেও শাসকদল সমর্থিত প্রার্থীরাই জয়ী হন। বিজেপির অভিযোগ, তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করায়, নির্বাচন অবাধ হয়নি। বামেদের প্রতিক্রিয়া মেলেনি। এই জয় পঞ্চায়েত ভোটে বাড়তি অক্সিজেন জোগাবে বলে দাবি করেছে তৃণমূল। এর আগে আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের বিদ্যাসাগর সমবায় সমিতিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।
![WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/499dbf5d328e53d92a1c6d955616d83c1739898543787535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)