CU Exam : রাত পোহালেই TMCP-র প্রতিষ্ঠা দিবস, ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা
ABP Ananda Live: রাত পোহালেই TMCP-র প্রতিষ্ঠা দিবস। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন জেলা থেকে আসা TMCP সমর্থকরা। আগামীকালই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে স্নাতকস্তরের পরীক্ষা। পরীক্ষা দেবেন ৩০ হাজার পড়ুয়া। TMCP-র প্রতিষ্ঠাদিবসে কেন পরীক্ষা? হুঁশিয়ারির সুর তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের। পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়।
আর কয়েক ঘণ্টার মধ্যে আমেরিকার ‘শুল্ক-শাস্তি’ কার্যকর হচ্ছে। আর তার আগে ফের ভারতকে নিয়ে ফের বিস্ফোরক দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর দাবি, উচ্চ হারে শুল্ক বসাবেন বলে আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করেছিলেন তিনি। শুল্ক-হুঁশিয়ারিতেই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতে ইতি পড়েছিল বলেও দাবি তাঁর। (US Tariff on India)
হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠক চলাকালীন ফের ভারতকে নিয়ে মুখ খুললেন ট্রাম্প। তাঁর দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি, সেই সময় মোদির সঙ্গে কথা হয় তাঁর। ভারত ও পাকিস্তানের মধ্যে এত ঘৃণা কেন জানতে চান। পাকিস্তানকেও একই প্রশ্ন করেন তিনি। আর সেই সময়ই চড়া শুল্ক বসানোর কথা জানিয়ে দেন। (Donald Trump)




















