TMC News: তৃণমূলের দুই নেতাকে সাসপেন্ড করাকে কেন্দ্র করে প্রকাশ্য়ে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
ভাঙড়ের পর এবার পাথরপ্রতিমা। এবার তৃণমূলের দুই নেতাকে সাসপেন্ড করাকে কেন্দ্র করে প্রকাশ্য়ে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের একাংশ স্বার্থ সিদ্ধি করতে এই কাজ করেছে, দাবি সাসপেন্ড হওয়া তৃণমূল নেতাদের। পাল্টা দল বিরোধী কাজ করার জন্য় সাসপেনশন বলে দাবি বিধায়কের। অন্য়দিকে, দলের নতুন আহ্বয়ককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের সাসপেন্ডেড নেতাদের অনুগামীর বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার হয়েছেন দু'জন।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম এবং ক্যানিং পূর্বর তৃণমূল বিধায়ক সওকত মোল্লার অনুগামীদের দ্বন্দ্ব নতুন নয়। এবার পাথরপ্রতিমায় প্রকাশ্য়ে এল তৃণমূলের কোন্দলের ছবি। তৃণমূলের একাংশের দাবি, দলের দুই নেতাকে সাসপেন্ড করাকে কেন্দ্র করেই তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্য়ে এসেছে। ঘটনার সূত্রপাত, বুধবার। দল বিরোধী কাজকর্ম করা এবং স্থানীয় একাধিক অভিযোগকে কারণ হিসেবে দেখিয়ে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় জি-প্লটের অঞ্চল সভাপতি শেখ নুর ইসলাম এবং বুথ সভাপতি দীপঙ্কর প্রধানকে।