Uttar 24 Pargana:বনগাঁয় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, আক্রান্ত পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী
Uttar 24 Pargana: উত্তর ২৪ পরগনার বনগাঁয় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল।পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির সহ সভাপতির অনুগামীর বিরুদ্ধে। বাঁচাতে গেলে মহিলার ছেলে ও বউমাকেও মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের ওই নেত্রী। অভিযুক্ত প্রেমচাঁদ সরকার বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর আলি মণ্ডলের অনুগামী বলে তাঁর দাবি। আক্রান্তের অভিযোগ, পঞ্চায়েত ভোটে হেরে যাওয়ার পর থেকেই তাঁর ওপর আক্রোশ বাড়ে প্রেমচাঁদের। জমি সংক্রান্ত বিবাদের জেরে গতকাল তৃণমূল নেত্রীকে মারধর করা হয়। বিজেপি এই ঘটনাকে শাসকদলের কোন্দল বলে দাবি করলেও, তৃণমূলের দাবি, দুই প্রতিবেশীর মধ্যে জমি-বিবাদের জেরে এই ঘটনা।


















