TMC Leader Murder: আমডাঙায় ফের খুন তৃণমূল নেতা! কী বলছেন নিহতের পরিবার? ABP Ananda Live
West Bengali News: জয়নগরের (Joynagar) পর এবার আমডাঙা (Amdanga), ফের খুন তৃণমূল নেতা (Tmc leader)। জয়নগরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই আমডাঙায় খুন শাসক নেতা। গ্রেফতার এফআইআরে (FIR) নাম থাকা এক অভিযুক্ত, ধৃতের নাম আনোয়ার হুসেন। ধৃত আনোয়ার হুসেনের ৭ দিনের পুলিশ হেফাজত। দুষ্কৃতীরা তৃণমূল নেতার পূর্ব পরিচিত, পুলিশ সূত্রে দাবি। তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনের প্রতিবাদে বিক্ষোভ দলীয় কর্মীদের। ভরা হাটে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। গাড়ির নীচে লুকিয়ে প্রাণে বাঁচার চেষ্টা পঞ্চায়েত প্রধানের সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে আক্রান্ত তৃণমূল নেতার মৃত্যু। কেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপর হামলা? ঘনীভূত রহস্য। জমি কেনাবেচার সিন্ডিকেট বিবাদে খুন? খতিয়ে দেখছে পুলিশ। প্রধান হওয়ার আগে তৃণমূল নেতার বিরুদ্ধে জমি কেনাবেচা-সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে, সূত্রের খবর। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) পর দলের হুইপ না মেনে প্রধান হন তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল। ABP Ananda Live