Barabazar News: বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে গ্রেফতার ২ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে গ্রেফতার করা হল হোটেল মালিক আকাশ চাওলা ও ম্যানেজার গৌরব কপূরকে। অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় রুজু করা হয়েছে মামলা। পুলিশের হাত মাথায় থাকায়, অবৈধভাবে ব্যবসা চালাচ্ছেন হোটেল মালিক, অভিযোগ বিরোধী দলনেতার। কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ- কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আরও খবর...
কাশ্মীরে হামলার পর পাল্টা অ্যাকশনে ভারত। ইতিমধ্যেই গুজরাতে পৌঁছে গিয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ভয়ে কাঁপছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ফের হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।কাশ্মীরে জঙ্গি হামলায় একজন নেপালি-সহ ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এদিন আসামের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে, কাশ্মীর ইস্যুতে কড়া বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন, ' নরেন্দ্র মোদি সরকারের নের্তৃত্বে পহেলগাঁওয়ে হামলাকারীদের বেছে বেছে জবাব দেওয়া হবে। দেশের প্রতিটি ইঞ্চি থেকে উপড়ে ফেলা হবে সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। পুরো বিশ্ব ভারতের পাশে আছে। কাপুরুষের মতো হামলা, কাউকে ছাড়ব না, হুঙ্কার অমিত শাহের।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন , সন্ত্রাসবাদীরা যেনও না ভেবে নেয়, তারা যুদ্ধ জিতে গিয়েছে। লড়াই এখনও শেষ হয়নি।' শাহর ভাষায়,' চুন চুনকে বদলা লেঙ্গে।' অর্থাৎ কেউ ছাড়া পাবে না, দেশবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দেশের সকল অংশ থেকে এবার সন্ত্রাসবাদের শিকড় চিরকালের মতো উপড়ে ফেলা হবে বলেই স্পষ্ট বার্তা দেন তিনি। উল্লেখ্য, ২২ এপ্রিল হামলার পর ওই দিনই শ্রীনগরে পৌঁছেছিলেন অমিত শাহ। পরেরদিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। মৃতদেহের উপর ফুলের স্তবক সাজিয়ে রেখে সম্মান জানান। পাশাপাশি যেখানে হামলা চলেছিল, সেনাবাহিনীর সঙ্গে সেই জায়গা পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।






















