TMC Leader Clash: এলাকার রাশ হাতে রাখা নিয়ে, কোচবিহারের দিনহাটায় তৃণমূলের দুই নেতার সংঘাত ঘিরে সংঘর্ষ। Bangla News
এলাকার রাশ হাতে রাখা নিয়ে, কোচবিহারের দিনহাটায় তৃণমূলের দুই নেতার সংঘাত ঘিরে সংঘর্ষ। আহত ১০ জন। এঁদের মধ্যে রয়েছেন ৩ পঞ্চায়েত সদস্য। কয়েকজন হাসপাতালে ভর্তি। আজই এলাকায় যাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। স্থানীয় সূত্রে খবর, গতকাল দিনহাটা ২ নম্বর ব্লকের ধাপরাহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূলের ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য ও প্রাক্তন ব্লক সভাপতি ও শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান বিষ্ণু সরকার। শাসকদলের দুই নেতাই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। রাতে ঘটনাস্থলে যায় সাহেবগঞ্জ থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে খেয়োখেয়ি, কটাক্ষ বিজেপির। অস্বস্তি ঢাকতে খোঁজ নিয়ে দেখার আশ্বাস তৃণমূল নেতৃত্বের।



















