Kolkata News: কলকাতায় কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব, যোগ দিলেন অ্যানিমাল ট্যাক্সোনমি সাম্মিটে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১০৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এলেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অ্যানিমাল ট্যাক্সোনমি সাম্মিটে যোগ দেন তিনি।
রাজভবনে কর্মরত মহিলা শ্লীলতাহানির অভিযোগ এনেছেন তাঁর বিরুদ্ধে। এবার সেই অভিযোগের তদন্তের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের অপসারণ চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে তদন্ত চলছিল। সেই ইন্দিরারই অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন রাজ্যপাল। পাশাপাশি কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলেরও অপসারণ চেয়েছেন তিনি। (CV Ananda Bose)
এ নিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "রাজ্যপাল এত উদ্বিগ্ন হয়ে উঠেছেন কেন? ওঁর বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করেছেন। আইন অনুযায়ী তার তদন্ত হওয়া উচিত কি না? যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি আইনি রক্ষাকবচ নিয়ে বসে থাকবেন, তার পর তদন্তকারীকে সরিয়ে দিতে বলবেন, এটা কি দেশের আইন? এটা কি মেনে নেওয়া যায়?" (Vineet Goyal)