University Of Calcutta: CU-র পরীক্ষা সূচিতে 'আপত্তি' TMCP-র, কী জানালেন CU-র ভারপ্রাপ্ত উপাচার্য?
ABP Ananda LIVE: TMCP-র প্রতিষ্ঠাদিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। ২৮ অগাস্ট দুপুর ২ থেকে স্নাতকোত্তরের পরীক্ষা। পরীক্ষা সূচি নিয়েও আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের। 'দিল্লির ইশারায় চলা রাজনৈতিক অপকৌশল', পরীক্ষা সূচি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেনজির আক্রমণ TMCP-র রাজ্য সভাপতির। 'পরীক্ষা দিতে হবে, এটা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ নয়। দল দেখতে গেলে তো, সব দল দেখে পরীক্ষা করাতে হবে। দলের অনুষ্ঠানকে বিচার করে পরীক্ষা ফেলতে হবে এটাই তো অগণতান্ত্রিক', প্রতিক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-র।
২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজভবনে ডাকলেন আচার্য । এখনও পর্যন্ত হাজির ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না এলেও এসেছেন তাঁর প্রতিনিধি । রাজ্যপাল যে সমস্ত উপাচার্যদের নিয়োগ করেছিলেন মূলত তাঁরাই উপস্থিত বৈঠকে, সূত্রের খবর । বৈঠকে গরহাজির বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছে, ঘেরাও রয়েছেন তিনি, জানালেন উপাচার্য।


















