Uttarpradesh: হাথরসে কীভাবে এত মানুষের জমায়েত? জেলা প্রশাসনের গাফিলতির অভিযোগে তদন্তের নির্দেশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু । হাথরসে মৃত্যুমিছিল, সামনে আসছে একের পর এক অনিয়ম । যে ধর্মগুরুর অনুষ্ঠানে এতবড় দুর্ঘটনা, এফআইআরে নামই নেই সূরজপালের । দুর্ঘটনার আগেই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান ধর্মগুরু, দাবি সরকারি সূত্রের । মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে দেবপ্রকাশ মধুকরের । এফআইআরে দেবপ্রকাশ মধুকরকে মুখ্য সেবায়েত বলে উল্লেখ হাথরসের সৎসঙ্গে ৮০ হাজারের অনুমতি নিয়ে আড়াই লক্ষ পুণ্যার্থীর ভিড়কীভাবে এত মানুষের জমায়েত? জেলা প্রশাসনের গাফিলতির অভিযোগে তদন্তের নির্দেশ । পুণ্যার্থীদের সংখ্যা গোপনের পাশাপাশি তথ্য লোপাটের চেষ্টার অভিযোগ ধর্মগুরু সূরজপাল ওরফে ভোলেবাবার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগ পুলিশের ঘটনার পর থেকে খোঁজ নেই ধর্মগুরু সূরজপাল ওরফে ভোলেবাবা । মইনপুরীতে সূরজপালের মোবাইল ফোনের লোকশন মিলেছে, দাবি পুলিশ সূত্রের
![RG Kar Upadte: আরজি কর কাণ্ডের পুলিশের প্রাথমিক তদন্ত নিয়ে প্রশ্ন আদালতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/21/7d211cbbc4232aa32c211c121187ea6e1737465493791535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)