Vishwakarma Puja 2024: রীতি মেনে বিশ্বকর্মা পুজো হল লেক কালীবাড়িতে, দিনভর ভক্ত সমাগম। ABP Ananda Live
ABP Ananda LIVE: লেক কালীবাড়িতে বিশ্বকর্মা পুজো। ২০০২ সাল থেকে বিশ্বকর্মা পুজো হচ্ছে লেক কালীবাড়িতে। গত ২২ বছর ধরে মূল মন্দিরেই বিশ্বকর্মার পুজো হতো। এই বছর মন্দিরের উল্টোদিকের প্রাঙ্গণে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। পুজো উপলক্ষে বহু মানুষের ভিড় হয় মন্দিরে।
মঙ্গলবার এতদিন মূল মন্দিরেই বিশ্বকর্মার পুজো হত।এই বছর মন্দিরের উল্টোদিকের প্রাঙ্গণে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে।রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হল বিশ্বকর্মা পুজো। রীতি মেনে বিশ্বকর্মা পুজো হল লেক কালীবাড়িতেও। ২০০২ সালের ১৪ অগাস্ট, লেক কালীবাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। সেই বছর থেকেই বিশ্বকর্মা পুজো হয়ে আসছে লেক কালীবাড়িতে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে, লেক কালীবাড়ির দেবী মূর্তিকে এদিন সাজানো হয়েছিল হলুদ গোলাপ দিয়ে।
সকাল থেকেই মন্দিরে ভিড় করেন বহু ভক্ত। বিশ্বকর্মা পুজোর পাশাপাশি এদিন দেবীর বিশেষ পুজোও হয়েছে লেক কালীবাড়িতে।