Kolkata Water Crisis: আজ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বিঘ্নিত হবে
গার্ডেনরিচ (Gardenreach) জল প্রকল্প (Water Project) ও একাধিক বুস্টার পাম্পিং স্টেশনের (Pumping Station) সংস্কার ও পাইপ লাইন মেরামতির জন্য, আজ দক্ষিণ কলকাতার (South Kolkata) বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বিঘ্নিত হবে। কালীঘাট (Kalighat) থেকে টালিগঞ্জ (Tollygunj), যাদবপুর (Jadavpur) থেকে বেহালার (Behala) বাসিন্দারা এর জেরে, ভোগান্তির মধ্য়ে পড়তে পারেন। কলকাতা পুরসভার (KMC) থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এস পি মুখার্জি রোড এবং বনমালী মণ্ডল রোডের সংযোগস্থলে জলের পাইপলাইন মেরামতি হবে। দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী রোডে বারবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি ঘটছে। ১৪০০ মিলিমিটারের সেই পাইপলাইনের অংশ পাল্টানো হবে। এর জেরে শনিবার সকালের পর, সারাদিন জল সরবরাহ বন্ধ থাকবে। অন্য়দিকে, সংস্কারের জন্য় গার্ডেনরিচ জল প্রকল্প বন্ধ থাকবে। এর জেরে দুপুর থেকে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। মূলত ভোগান্তির শিকার হবে, ৮, ৯ নম্বর বরো এলাকা। এছাড়াও আংশিক ভোগান্তি হতে পারে ১০, ১১, ১২ ও ১৫ নম্বর বরোতে। চেতলা, কালীঘাট, হরিশপার্ক, রানিকুঠি, গল্ফগ্রিন, গড়ফা, গান্ধী ময়দান সহ বেশ কিছু অঞ্চলে জল সরবরাহ বন্ধ থাকবে। রবিবার সকাল থেকে আবার স্বাভাবিক হবে পরিষেবা।