WB Assembly Chaos: বিধানসভায় ঢোকার সময় বিধায়কের গাড়িতে তল্লাশি করা নিয়ে ফের অশান্তি
ABP Ananda Live: বিধানসভায় ঢোকার সময় বিধায়কের গাড়িতে তল্লাশি করা নিয়ে ফের অশান্তি। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ফের বচসা অগ্নিমিত্রা পালের। ফের মুখ্যমন্ত্রীর গাড়িতে তল্লাশির দাবি তুললেন অগ্নিমিত্রা পাল। গতকালই এই দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইরানে আটকে দেগঙ্গার ১১ জন। ইরানে গিয়ে আটকে পড়েছেন ৫টি পরিবারের ১১ জন সদস্য
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইরানে আটকে দেগঙ্গার ১১ জন। ইরানে গিয়ে আটকে পড়েছেন ৫টি পরিবারের ১১ জন সদস্য। অবিলম্বে দেশে ফেরানোর আবেদন পরিবারের। কেন্দ্র ও রাজ্যের কাছে দেশে ফেরানোর আবেদন। যুদ্ধপরিস্থিতির জেরে আটকে পড়েছেন দেগঙ্গার ১১ জন। ১৭ তারিখ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দেগঙ্গার ১১ জনের।
টানা দু'দিনের বৃষ্টিতে জলের তলায় বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী রাস্তা। সেতুর ওপর দিয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় বইছে জল, বন্ধ যাতায়াত। খোলা হল একাধিক ত্রাণ শিবির, বিপর্যয়ের আশঙ্কায় ত্রাণ শিবিরে সরানো হল কয়েকটি গ্রাম।


















