Mamata Banerjee: 'অ্যাই, তুমি আর কথা বোলো না। তুমি তৃণমূল করতে আগে', কাকে নিশানা মমতার ?
ABP Ananda LIVE: মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন হুলস্থুল কাণ্ড পশ্চিমবঙ্গ বিধানসভায়। বক্তৃতা চালাকালীন উড়ে এল কাগজ, উঠল 'চোর চোর' স্লোগানও। তৃণমূলকে 'চোর' বলে আক্রমণ করলেন বিজেপি বিধায়করা, পাল্টা 'ভোট চোর' বলে তাঁদের আক্রমণ করলেন তৃণমূল বিধায়করা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বিজেপি-কে আক্রমণ করেন। আর সেই হুলস্থুল পরিস্থিতিতেই মুহূর্তের জন্য চমকে গেলেন সকলে। কারণ সরাসরি বিজেপি-র এক বিধায়ককে কটাক্ষ করতে শোনা গেল মমতাকে। (West Bengal Assembly)
মমতা যখন বক্তৃতা করছেন, সেই সময় 'চোর', 'চোর' স্লোগানে কানপাতা দায় বিধানসভায়। সেই আবহেই এক বিজেপি বিধায়ককে নিশানা করেন মমতা। তিনি বলেন, "অ্যাই, তুমি আর কথা বোলো না। তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে। তোমার লজ্জা থাকা উচিত। অনেক গোনাগুনি হয়নি। টাকার ব্য়াপার ছিল।" (Mamata Banerjee)
সেখানেই থামেননি মমতা। তিনি বলেন, "আর এক জন যিনি বড় নেতা হয়েছেন এখানকার, তিনি তিনটা রাজনৈতিক দলে গিয়েছেন, তিন বার দল পরিবর্তন করেছেন। একবার কংগ্রেস, একবার সমাজবাদী না কী, একবার তৃণমূল, আর একবার বিজেপি। চারটি দল বদলে আমাদের জ্ঞান এসো না। চারটি পার্টি বদল করেছে। বদলুদের দল, বদলুদের দল। পরিবর্তন চাই বাংলায়, পরিবর্তন কী! বিজেপি হটাও দেশ বাঁচাও।"



















