WB News: বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ নিয়ে কেন সরব হচ্ছে না রাজনৈতিক দলগুলো ? উঠছে প্রশ্ন
ABP Ananda LIVE: ভিনরাজ্য়ে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগকে সামনে রেখে আন্দোলনে নেমেছে তৃণমূল, পথে নেমেছে বাম-কংগ্রেসও। যদিও প্রশ্ন উঠছে, বাঙালি-ইস্য়ুর পাশাপাশি, কেন বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ নিয়েও কেন সরব হচ্ছে না রাজনৈতিক দলগুলো।
আরও খবর....
বৈধ কাজপত্র থাকা সত্ত্বেও, পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। পরে আবার দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু। 'বিদেশি' বলে দাবি করে দেশের বিভিন্ন রাজ্যে ধরপাকড়ের অভিযোগ উঠছে। বিশেষ করে বাংলাভাষী, বাঙালিদের তাড়ানো, তাঁজের হেনস্থা করার অভিযোগ উঠছে। সেই তালিকায় নাম উঠে এল আসলে পশ্চিমবঙ্গের বাসিন্দা, দুই বাঙালির। একজন উত্তমকুমার ব্রজবাসী, অন্য জন আরতি ঘোষ। (NRC Notice)
একেবারে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। যে দেশে বছরের পর বছর বাস, যেখানে ঘরবাড়ি-কাজকর্ম সব, সেখানে বসেই হঠাৎ করে শুনতে হল তাঁরা না কি ভারতের বৈধ নাগরিক নন! উত্তমকুমার এবং আরতি, দু'জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা। অথচ তাঁদের NRC নোটিস ধরিয়েছে অসম সরকার। অসমের বিজেপি সরকারের এই NRC নোটিস ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। (NRC Notice to Bengalis)



















