WB News : রাজ্য়ের একাধিক স্বাস্থ্যকেন্দ্রে বেআব্রু সুরক্ষা ! কলকাতা, বীরভূম থেকে হাওড়া, একের পর এক ঘটনায় তোলপাড় রাজ্য়
ABP Ananda LIVE : আর জি করের এক বছর পরেও সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য়কেন্দ্রগুলো রয়েছে সেই তিমিরেই! কলকাতা, বীরভূম থেকে হাওড়া, একের পর এক ঘটনায় তোলপাড় রাজ্য়।
আরও খবর...
মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকির প্রতিবাদে 'পেনডাউন কর্মসূচি' সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের
হাওড়ার উলুবেড়িয়ায়, মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ। প্রতিবাদে উলুবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে 'পেন ডাউন কর্মসূচি' সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের। সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত 'পেন ডাউন কর্মসূচি' চলবে বলে জানানো হয়েছে। হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চলবে এই কর্মসূচি। এর আগে, এই কর্মসূচি বাতিলের আবেদন করেছিলেন অধ্যক্ষ।
হাওড়ার হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি ও মারধরের অভিযোগে দিনভর প্রতিবাদে সরব চিকিৎসকদের একাধিক সংগঠন। প্রতিবাদে পথে নেমেছিল বিজেপিও। হাসপাতাল সূত্রে খবর, শোকজ করা হয়েছে নিরাপত্তারক্ষী সরবরাহকারী রিলায়েবল সহ ২ ঠিকাদার সংস্থাকে। পাঁশকুড়ার হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জাহির আব্বাস খানও ছিলেন রিলায়েবল সংস্থারই ফেসিলিটি ম্যানেজার।
আর জি কর-কাণ্ডের পর নজিরবিহীন প্রতিবাদ দেখেছিল এই শহর, এই রাজ্য়। কিন্তু, তারপরও এরাজ্য়ের একাধিক হাসপাতাল থেকে সামনে আসছে ভয়াবহ সহ অভিযোগ। এবার হাওড়ার উলুবেড়িয়ায় সরকারি হাসপাতালে এই মহিলা জুনিয়র চিকিৎসককে মারধরের পাশাপাশি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ব অভিযোগ!






















