WB News: রাজ্যে আসন্ন SIR, BLO-র সঙ্গে দেখা যাবে সহকারী BLO-দের
ABP Ananda LIVE: রাজ্যে আসন্ন SIR, BLO-র সঙ্গে দেখা যাবে সহকারী BLO-দের যে বুথে ১২০০-র বেশি ভোটার, সেখানেই থাকবেন সহকারী BLO-রা । SIR-এর কাজের চাপ নিয়ে এর আগে কমিশনকে নালিশ জানিয়েছিলেন BLO-রা । তারপরেই এই সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন । SIR-এ যুক্ত কোনও কর্মী-আধিকারিককে বদলি করা যাবে না' । গতকালই জানানো হয়েছে কমিশনের তরফে । রাজ্যে ৩ ধাপে সম্পন্ন হবে SIR, গতকালই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে
আরও খবর....
আলিপুরদুয়ারে চূড়ান্ত পুলিশি নিগ্রহের শিকার হয়েছেন এবিপি আনন্দর সাংবাদিক অরিন্দম সেন। একটি অনুষ্ঠানে বিশৃঙ্খলা চলাকালীন, ছবি তুলতে গেলে তাঁর ফোন ছিনিয়ে নেন SI কৃষ্ণা বর্মণ। পরিচয়পত্র দেখালে, তাঁকে সপাটে চড় মারেন ওই সাব ইনস্পেক্টর। কিন্তু, এক সাংবাদিককে চড় মারার অধিকারl তাঁকে দিল কে? কোন স্পর্ধায় এই ধিক্কার যোগ্য় কাজ করলেন তিনি? এই প্রশ্নে সমালোচনার ঝড় উঠেছে।


















